Logo

খেলাধুলা    >>   ঝড়ের কবলে আবাহনী-কিংস ফাইনাল খেলা বন্ধ

ঝড়ের কবলে আবাহনী-কিংস ফাইনাল খেলা বন্ধ

ঝড়ের কবলে আবাহনী-কিংস ফাইনাল খেলা বন্ধ

Progga News Desk:

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে দেশের দুই পরাশক্তি আবাহনী ও বসুন্ধরা কিংস লড়ছে সমানে সমানে, ১-১ সমতা ম্যাচ। এমন সময় শুরু হলো প্রবল বৈশাখী ঝড় আর বৃষ্টি। এতটাই বাতাস আর ঝড় যে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বৃষ্টির তোড়ে উড়ে গেছে বিলবোর্ড। ঝড়ের ঝাপটা লেগেছে প্রেসবক্সেও। ফলে ৪৭ মিনিটের মাথায় ম্যাচ বন্ধ করে দেন রেফারিরা। আবহাওয়ার উন্নতি হলে হয়তো আবারও মাঠে গড়াবে ম্যাচ।

১৩ মিনিটের মধ্যে হওয়া পাল্টাপাল্টি দুই গোলের পর আর কেউ পায়নি জালের খোঁজ। ১-১ গোলেই শেষ হয়েছে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী-কিংস মহারণের প্রথমার্ধ।

৬ মিনিটে কিংসের এগিয়ে যাওয়ার ৭ মিনিট পর আবাহনীর সমতায় ফেরা। কেবল গোল পাল্টা গোলই নয়, প্রথমার্ধে হলুদ কার্ডেরও ছড়াছড়ি ছিল। দুই দলের মাঠের ৩ জন করে এবং বেঞ্চের একজন করে মোট ৮ জনকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি সাইমুন হাসান।

ম্যাচেও ছিল উত্তেজনা। একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কিও হয়েছে। পরিস্থিতি শান্ত করতে রেফারিকে বেশি বেশি কার্ড ব্যবহার করতে হয়েছে। প্রথমার্ধে ম্যাচে যে উত্তেজনা দেখা গেছে তাতে দ্বিতীয়ার্ধে যে কারোরই কার্ডের রং হলুদ থেকে বদলে লাল হয়ে যেতে পারে।